নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কল্যাণী থানার সুভাষনগরে এক যুবকের বাড়ির ছাদে পাঁচ জন বন্ধু মিলে চলছিল আড্ডা চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর প্রতিবেশীরা ছাদে ছুটে এসে দেখেন, এক জন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মৃত যুবকের নাম জয় বারুই। বয়স ২২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
পরিবার সূত্রে জানা গেছে, জয়কে কয়েক জন বন্ধু মিলে ডেকে নিয়ে যায়। এরপর সকলে মিলে এক জন বন্ধুর বাড়ির ছাদে বসে আড্ডা মারছিল। আর ওই সময় ঘটনাটি ঘটে। এদিকে গুলি চলার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে খবর দেন। তারপর জয়ের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জয়কে উদ্ধার করে কল্যাণীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
জয়ের বন্ধুরা জানায়, “জয় নিজেই আগ্নেয়াস্ত্র দিয়ে নাড়াচাড়া করছিল। তখনই হয়তো ভুলবশত গুলি চলে যায়।’’ কিন্তু জয়ের মায়ের দাবী, “তাকে বন্ধুরাই গুলি করেছে।’’ এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে জয়ের চার জন বন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।