নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ২১ শে জুলাইয়ের সভা থেকে বাড়ি ফেরার সময় নদীয়ার এক জন তৃণমূল নেতার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃতের নাম চাঁদ মহম্মদ। নদীয়ার কালীগঞ্জের বাসিন্দা। চাঁদ মহম্মদ স্থানীয় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
গতকাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা ধর্মতলায় ২১ শে জুলাইয়ের সমাবেশে জমায়েত হয়েছিলন। চাঁদ মহম্মদও সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে ভাগীরথী এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন। এরপর পলাশি স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে বারো নম্বর জাতীয় সড়ক পার করার সময় একটি বাইক এসে ধাক্কা মেরে বেরিয়ে যায়। এদিকে চাঁদ মহম্মদ ধাক্কা লাগতেই রাস্তার একপাশে ছিটকে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর প্রত্যক্ষদর্শীরা দেখতেই ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, ‘‘রাস্তাতেই মৃত্যু হয়েছে।’’ কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন মহম্মদ এই প্রসঙ্গে বলেন, ‘‘চাঁদ দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে গোটা তৃণমূল পরিবার শোকস্তব্ধ।’’
Sponsored Ads
Display Your Ads Here