মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ের আলিহায়দর রোডের আঠেরো নম্বর ওয়ার্ড এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে গলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী আনোয়ার আলি নামে এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রে খবর, কয়েক জন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে আনোয়ারকে লক্ষ্য করে গুলি করে সেখান থেকে চম্পট দেয়। এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক পরিস্থিতির অবনতির জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস আনোয়ারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। উত্তম দাসের দাবী, “আনোয়ার তৃণমূল কর্মী ছিলেন।” টিটাগড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। তাকে কে বা কারা কি কারণে গুলি করেছে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here