মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মালয়েশিয়ায় কাজে গিয়ে উত্তর চব্বিশ পরগণার বনগাঁর ১ জন যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু ছ’দিন কেটে গেলেও মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায়নি। ফলে শোকগ্রস্ত পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছে। মৃত যুবকের নাম আক্রামুল মণ্ডল। বয়স ২৯ বছর। গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দেড়েক আগে আক্রামুল মালয়েশিয়ায় কাজে গিয়েছিল। গত শনিবার সেখান থেকে পরিবারকে ফোন করে জানানো হয়, ‘‘শুক্রবার রাতেরবেলা ৩টে নাগাদ যখন সে বন্ধুদের সাথে রাস্তার পাশে কাজ করছিল, তখন ২০ বছর বয়সী এক জন মদ্যপ যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে ধাক্কা দেয়। এর জেরে তিন জন যুবকেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রামুলও ছিল। আর এক জন আহত হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
দাদা ইক্রামুল মণ্ডল এই বিষয়ে জানান, ‘‘আক্রামুলের ছোটো একটি কন্যা রয়েছে। তাই তার স্ত্রী-কন্যার পাশে যেন প্রশাসন দাঁড়ায়।’’ এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আর্জি জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here