নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মথুরায় এক জন যুবক জমিতে কীটনাশক ছড়াচ্ছিল। এরপর ঘরে ফিরে হাত না ধুয়েই ভাত খেতে বসে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পরেই বিষক্রিয়ায় মৃত্যু হলো। মৃত যুবকের নাম কানহাইয়া। মহাবন শহরের বাসিন্দা।
কানহাইয়া চাষের জমিতে কীটনাশক ছড়াচ্ছিল। এরপর ঘরে ফিরে ভাত খেতে বসে। কিন্তু স্ত্রী বার বার ভালো ভালো করে হাত ধুয়ে নিতে বললেও সে না শুনে খেয়ে নিয়েছিল। আর খাওয়ার পর ঘুমে ঢলে পড়ে। আর কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে শুরু করে। তবে শারীরিক অবস্থার অবনতির জন্য চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পরে জানা গিয়েছে, কানহাইয়ার কীটনাশক থেকে বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে। তারপর কানহাইয়ার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।