নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের দিনহাটার গিতালদহ এলাকার ভাগ্নি পার্ট-১ বুথের বাসিন্দা চিরঞ্জিৎ কার্জি ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বিজেপি চিরঞ্জিৎকে দলীয় কর্মী বলে দাবী করেছে কিন্তু তার ঘনিষ্ঠরা ওই দাবী খারিজ করে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবী, ‘‘চিরঞ্জিৎ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখন দুষ্কৃতীরা প্রায় কুড়িটি বাইক নিয়ে এসে গুলি ছোঁড়ে। ফলে চিরঞ্জিৎয়ের দেহের বাম দিকে পেট ও বুকের মাঝে গুলি লাগে।’’ এরপর তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জন্য ফের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হলে সেখানে মৃত্যু হয়।
স্থানীয় বিজেপি নেতা জীবেশ বিশ্বাস জানান, ‘‘তিন জনকে গুলি করা হয়েছে। বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ছাপ্পা চলছে। তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে।’’ এদিকে চিরঞ্জিৎয়ের সাথে রাধিকা বর্মণ নামে এক জন মহিলাও গুলিবিদ্ধ হন। বিজেপি রাধিকাকেও দলীয় কর্মী বলে দাবী করেছে।
তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন এই প্রসঙ্গে, ‘‘দিনহাটার বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি প্রার্থীরা জিততে পারবে না সেখানে আমাদের প্রার্থীদের ওপর আক্রমণ করা হচ্ছে। ব্যালট পেপার ছিঁড়ে, ব্যালট বক্স ভেঙে দেওয়া হচ্ছে। ভাগ্নি পার্ট-১-এর গুলিকাণ্ডের কারণ বিজেপির গোষ্ঠীকোন্দল। তৃণমূলের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।’’