অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল নিউটাউনের বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানা এলাকার একটি বহুতলের ফ্ল্যাটের গ্রিলবিহীন জানলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক জন যুবকের। মৃত যুবক ৩৪ বছর বয়সী রাজর্ষি দত্ত।
জানা গেছে, রাজর্ষি নিউ টাউনেরই একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। আর বাবা উত্তরবঙ্গেই থাকতেন। কিন্তু ছ’মাস আগে বাবা মারা যাওয়ায় সে মানসিক অবসাদে ভুগছিল। এই অবসাদ কাটাতে চিকিৎসাও চলছিল। এদিকে রাজর্ষি মায়ের সাথে ওই আবাসনের চোদ্দোতলার ফ্ল্যাটে ভাড়া থাকত।
Sponsored Ads
Display Your Ads Here
তবে ওই ফ্ল্যাটের কোনো জানলায় গ্রিল না থাকায় রাজর্ষি শোয়ার ঘরের জানলা থেকে সহজেই ঝাঁপ দিয়েছে। এরপর আবাসনের নীচে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে আবাসিকরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে টেকনো সিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে রাজর্ষির দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here