নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের মজগাওঁ এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরের বাইকের ধাক্কায় এক জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ইরফান নবাব আলি শেখ। বয়স ৩২ বছর।
এরপর ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা চলাকালীন ইরফানের মৃত্যু হয়। ইতিমধ্যে জেজে মার্গ থানার পুলিশ ওই কিশোরকে আটক করে জুভেনাইল হোমে পাঠিয়েছে। পাশাপাশি কিশোরের বাবাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (২) ও মোটর ভেহিক্ল অ্যাক্টের তিন এবং চার নম্বর ধারায় মামলা রুজু করেছে। আর নাবালক হয়ে বাইক চালাচ্ছিল কেন? ও বাইকের রেজিস্ট্রেশন সহ লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি পুণেতে একটি পোর্শে গাড়ির ধাক্কায় এক জন যুবক এবং এক জন মহিলার মৃত্যু হয়। গাড়িটি ১৭ বছর বয়সী এক কিশোর নেশাগ্রস্ত অবস্থায় চালাচ্ছিল বলে জানা গিয়েছে। আর তদন্তে এও উঠে এসেছে যে, ওই ঘাতক গাড়ির রেজিস্ট্রেশন করানো ছিল না। আর কোনো নম্বর প্লেটও ছিল না। এই ঘটনায় পনেরো ঘন্টার মধ্যেই জুভেনাইল আদালত অভিযুক্ত কিশোরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল। কিন্তু গতকাল জামিন বাতিল করে আদালত জানিয়েছে, “আগামী ৫ ই জুন অবধি ওই কিশোরকে জুভেনাইল হোম বা শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হবে।”