নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বেসরকারী ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় আত্মঘাতী হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ার ১ বাসিন্দা। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম প্রবীর হাজরা। পেশায় এক জন রঙ মিস্ত্রি।
পরিবার সূত্রে খবর, বাড়ি নির্মাণের জন্য একটি বেসরকারী ব্যাংক থেকে ঋণ নিয়ে তা দু’বছরে শোধ করার শর্তে এক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। আর তেরো মাস ধরে সেই ঋণ শোধ করছিলেন। আবার মোটর বাইকও কিস্তিতে কেনা হয়েছিল। কিন্তু পুজোর পর থেকে রোজগার না থাকায় দু’হাজার টাকা করে ঋণ শোধ করতে গিয়ে কানের দুল বন্ধকও রাখতে হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বাকি টাকা শোধ করা যায় কিভাবে তা নিয়ে আলোচনার সময় স্ত্রী পম্পা হাজরা বন্ধক রাখা দুল দু’টি বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে তা কেউ কল্পনাও করতে পারেননি। তবে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here