অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অভিনয়ে নামানোর প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে স্টুডিয়োয় ডেকে তার অশালীন ছবি তোলা ও পরবর্তী কালে ওই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে রিজেন্ট পার্ক থানার পুলিশের কাছে গ্রেফতার হয়েছে ১ যুবক। অভিযুক্তের নাম শুভজিৎ চৌধুরী।
ওই কিশোরীর মা লিখিত অভিযোগে পুলিশকে জানান, “কয়েক সপ্তাহ আগে কিশোরীর শুভজিৎ এর সাথে পরিচয় হয়। এরপর কিশোরীকে অভিনয়ে নামানোর আশ্বাস দিয়ে তাকে ফোটোশুটের জন্য রিজেন্ট পার্কের একটি স্টুডিয়োয় ডাকে। তারপর গত ২৬ শে এপ্রিল স্বামীর সাথে মেয়েকে নিয়ে রিজেন্ট পার্কের ওই স্টুডিয়োয় যান। এরপরও একাধিক দিন ওই কিশোরীকে রিজেন্ট পার্কের স্টুডিয়োয় ডেকে নিয়ে অজান্তেই একাধিক অশালীন ছবি তোলে।
Sponsored Ads
Display Your Ads Here
আর গত ৬ ই মে ওই কিশোরীকে যুবক ফোন করে স্টুডিয়োয় ডাকলে ওই অশ্লীল ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। তারপর ওই কিশোরী গোটা ঘটনাটি বাড়িতে জানালে শুভজিৎ ওই কিশোরীর পরিবারকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়। এরপরই ওই কিশোরীর পরিবার হরিদেবপুর থানার দ্বারস্থ হন। অভিযোগ দায়েরের পরে হরিদেবপুর থানার তরফে ‘জিরো এফআইআর’ করে রিজেন্ট পার্ক থানায় পাঠিয়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ তদন্তে নেমে শুভজিৎকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন। গতকাল আলিপুর আদালতে তোলা হলে বিচারক আগামী ১৫ ই মে অবধি পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি এই ঘটনায় জড়িত আরো এক জন অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। আপাতত পুলিশ নির্যাতিতার ডাক্তারী পরীক্ষা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here