চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বেহালার শখেরবাজারে ডায়মন্ড হারবার রোডে বাইক সহ উদ্ধার করা হয়েছে ১ জন যুবকের মৃতদেহ। মৃতের নাম শুভদীপ বিজলি। বাড়ি মহেশতলার ময়নাগড় এলাকার বাসিন্দা। পেশায় এক জন মিস্ত্রি।
জানা যায়, ভোরবেলা ঠাকুরপুকুর থানার পুলিশ ডায়মন্ড হারবার রোডে টহল দেওয়ার সময় শুভদীপকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ এই দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা নিয়ে তদন্তে নেমেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর ওই যুবকের বাইকটি ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে যাওয়ার সময় দ্রুত গতির কারণে উল্টে যায়, না কি অন্য কোনো গাড়ি বাইকে ধাক্কা মারার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here