নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ দার্জিলিংয়ে বেড়াতে এসে গতকাল কলকাতার এক জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। বয়স ২৮ বছর। বাড়ি দমদমের অশোকনগরে।
জানা গেছে, প্রথমে অঙ্কিতা বন্ধুদের সঙ্গে সান্দাকফু বেড়াতে গিয়েছিল। গতকাল সেখান থেকে ফিরে রাতেরবেলা বন্ধুদের নিয়ে টুমলিঙে একটি হোমস্টেতে ওঠে। এরপর রাতেরবেলা খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিল। কিন্তু মধ্যরাতে আচমকা সে অসুস্থ হয়ে পড়তেই বন্ধুরা অঙ্কিতাকে দার্জিলিংয়ের সুখিয়াপোখরি প্রাথমিক হাসপাতালে ভর্তি করায়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here