মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বসিরহাট থানা এলাকায় এক যুবতী ব্যাঙ্কে যাবেন বলে বেরিয়েছিল। পরবর্তীতে এক পরিচিতের গাড়িতে উঠলে তাকে সেখান থেকে রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।
বসিরহাট থানা এলাকায় বাড়ি বছর চব্বিশের ওই যুবতীর। অভিযোগ, বুধবার দুপুরে ব্যাঙ্কের টাকা তোলার প্রয়োজনে বাড়ি থেকে বের হন তিনি। এরপর কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে পাশের গ্রামের পরিচিত এক যুবক চারচাকা গাড়ি নিয়ে আসে। নির্যাতিতার দাবি, সেই সময় তাঁকে বলা হয়, গাড়িতে উঠে পড়তে। বাড়িতেই নামিয়ে দেওয়া হবে। পরিচিত দেখে গাড়িতে উঠে পড়েন যুবতী। তাঁর দাবি, চালকসহ মোট তিনজন গাড়িতে উপস্থিত রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ, এরপর গাড়ি কিছুদূর আসার পরে অন্য রাস্তা দিয়ে চলা শুরু করলে মেয়েটি বিপদ বুঝতে পেরে চিৎকার করে। কিন্তু ভরা দুপুর রাস্তাঘাট ফাঁকা এবং গাড়ির সব কাচ আটকানো থাকায় পথ চলতি মানুষ কেউ বুঝতে পারেনি। এরপর মেয়েটিকে একটি রিসর্টে নিয়ে যায় ওই তিনজন বলে অভিযোগ। তবে মেয়েটি যেতে না চাওয়ায় তাঁকে মারধর করে। মেয়েটি সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে দাবি। তারপরই যুবতীকে ওই রিসর্টের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই ছবিও মোবাইল ক্যামেরায় ভিডিয়ো করা হয়। এরপর মেয়েটিকে রাতে রিসর্টের আশেপাশে ছেড়ে দিয়ে চলে যায় ওই যুবকরা।
Sponsored Ads
Display Your Ads Hereপরবর্তীতে পথ চলতি মানুষের সাহায্যে বাড়ি ফেরেন নির্যাতিতা। এরপর টাকি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসনাবাদ থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।