নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ এক জন যুবতী আসানসোলে আত্মীয়র বাড়ি বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে বাঁকুড়ার শালতোড়া থানা এলাকার একটি রিসর্টে গিয়েছিল। সেখানেই যুবতীকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে চার জন যুবকের বিরুদ্ধে। আপাতত চার জন যুবক পলাতক। যুবতী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাবা ইসিএলের কর্মী। বাড়ি দুর্গাপুরে।
জানা যায়, ওই যুবতী তার মামার মেয়ে সহ আরো কয়েকজন বন্ধুদের সাথে ওই রিসর্টে গিয়েছিল। এরপর ওই যুবতীকে সেখানেই মাদক খাইয়ে গণধর্ষণ করে বাড়িতে রেখে চলে যায়। পরে জ্ঞান ফিরলে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা ওই যুবতীকে প্রশ্ন করতেই ধর্ষণের বিষয়টি জানতে পারেন। বর্তমানে সে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় ওই যুবতীর পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় দুই জন যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের মা-বাবাকে আটক করেছে। অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল এলাকা। অভিযুক্তের মা জানান, “ছেলে বাড়ি ফেরেনি। কোথায় গেছে জানি না। পুলিশ এসেছিল বলল আমার ছেলে নির্দোষ। ওদের খুঁজে নিয়ে এস।”
Sponsored Ads
Display Your Ads Here