নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘায় হোটেলের ঘর দেখানোর নাম করে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠলো। এই ঘটনায় আপাতত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, ওই তরুণী এক জন বন্ধুর সাথে দিঘায় বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পর রাত সাড়ে ১০টা নাগাদ স্থির করেন, দিঘাতেই রাত কাটাবেন। সেই মতো নতুন দিঘায় হোটেল খুঁজতে শুরু করেন। ওই সময় মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চার জন যুবক তাদের হোটেলের ঘর দেখানোর নাম করে বাইকে তুলে নেন। এরপর ওড়িশার দিকে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে যুবককে মারধর করে বেঁধে রেখেছিল। আর সামনে তরুণীকে বেধড়ক মারধর করে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়।
তরুণী দুষ্কৃতীদের অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলেছিল। দুষ্কৃতীরা চলে গেলে তাকে ওই যুবক দিঘা থানায় নিয়ে গিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিঘা লাগোয়া রতনপুর থেকে দু’জনকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ১৬৪ ধারায় তরুণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আজ অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়।
সরকারী আইনজীবী ইকবাল হোসেন জানান, ‘‘দিঘার মতো জনপ্রিয় জায়গায় এভাবে দুষ্কৃতীর তান্ডবের ঘটনা প্রথমবার প্রকাশ্যে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যটনকেন্দ্রে দুষ্কৃতীরা যাতে ঘুরে বেড়াতে না পারে, তার জন্য পুলিশের আরো তৎপর হওয়া উচিত। অভিযুক্তদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দু’জন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।’’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার কড়া নিন্দা করে বলেন, ‘‘পুলিশ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনিই আবার পুলিশমন্ত্রী। অথচ দিঘার মতো জায়গায় প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে এক জন মহিলা অত্যাচারিত হলেন। এটা চরম লজ্জার। দিঘার মতো পর্যটন কেন্দ্রে যেভাবে মহিলার উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে বিধানসভায় বিজেপির মহিলা বিধায়কদের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হবে।’’