নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ মঙ্গলবার পাঞ্জাবের গুরুগ্রামের সিভিল লাইন্স এলাকার একটি হস্টেলে সেখানে থাকা নিরাপত্তারক্ষী ও এক জন কর্মীর কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে সোনু সিংহ নামে এক জন তরুণী।
সূত্রের খবর, সোনু একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিল। কাজের সূত্রেই পাঞ্জাব থেকে গুরুগ্রামে গিয়ে মহিলাদের হস্টেলে থাকত। কিন্তু বিগত এক বছর থেকে নিরাপত্তারক্ষী সঞ্জু এবং শ্যামা নামে এক জন কর্মী শ্যামা তাকে হস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দিতেন। আর ১৪ ই সেপ্টেম্বর সোনুকে তারা গালাগালি করলে সোনু প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই হাতাহাতির কারণে সোনু হাতের আঙুলে চোট পাওয়ায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সোনু সঞ্জু ও শ্যামার বিরুদ্ধে অভিযোগ জানাতে রেড ক্রস দপ্তরে যান। তবে সেখান থেকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়। পরে নিকটবর্তী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here