মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার রাজারহাটের বৈদিক ভিলেজে জন্মদিনের পার্টিতে এক তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার জন যুবকের বিরুদ্ধে।
সূত্রের খবর, ওই রিসর্টে জন্মদিনের পার্টি চলছিল। প্রায় পনেরো জনের একটি দল ছিল। সেখানে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হলে আশঙ্কাজনক অবস্থা ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু যারা জন্মদিনের পার্টিতে গিয়েছিল তাদের ব্যাপারে রিসর্ট কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেননি।
গতকালই রাজারহাট থানার পুলিশ খবর পেয়ে চার জন যুবককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। এদিন অভিযুক্তদের বারাসাত আদালতে হাজির করানো হয়। এছাড়া ঘটনাটির সত্যতা জানার জন্য ওই রিসর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে।
পাশাপাশি পুলিশ এই ঘটনায় বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছেন। এর সাথে সাথে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।