অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের শহরে গণধর্ষণের অভিযোগ। আবারও শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। হরিদেবপুরের রিজেন্ট পার্ক এলাকায় ২০ বছর বয়সী এক তরুণী বন্ধুর ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়ে নৃশংস অত্যাচারিত হয়েছে। ইতিমধ্যেই তরুণী হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন।
অভিযোগ, ধৃতদের মধ্যে এক যুবকই প্রথম তাকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যায়। এরপর একের পর এক ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয়। অবশেষে দীর্ঘ সময় পর তরুণী কোনোমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন। তারপর তরুণী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন। এরপরেই থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। কিন্তু এখনো অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে দুই অভিযুক্ত পলাতক হওয়ায় তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি নিযাতিতার পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।