নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গত ২৪ শে জুলাই বিহারের বৌদ্ধগয়ায় বিহার মিলিটারী পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। আর সেখানেই হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে যাওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সেই ছাব্বিশ বছর বয়সী এক জন যুবতীকে গণধর্ষণ করা হয়।
জানা গেছে, ফিজিক্যাল টেস্ট চলাকালীন ওই যুবতী অসুস্থ হয়ে পড়ে। আর অজ্ঞানও হয়ে যায়। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ করা হয়। ওই যুবতীর বয়ানের ভিত্তিতে অন্তত তিন থেকে চার জন ধর্ষণ করেছে। পাশাপাশি বয়ান অনুযায়ী বৌদ্ধগয়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। ফরেন্সিক দলও পাঠানো হয়েছে। আর তদন্তের মাধ্যমে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে অ্যাম্বুলেন্সের রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
Sponsored Ads
Display Your Ads Here