নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া ঘোষ পাড়া এলাকায় নেশাগ্রস্থ এক যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে এক যুবতীর মৃত্যু হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা পিন্টু হাজরা নামের এক যুবক নেশাগ্রস্থ অবস্থায় বছর ২৫ এর শ্যামাশ্রী হাজরা নামে এক যুবতীর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সেই সময় শ্যামাশ্রীকে পিন্টুর হাত থেকে উদ্ধার করতে এসে ৬৫ বছর বয়সী নরেন ঘোষ ও ৭০ বছর বয়সী বিশ্বনাথ হাজরা নামের আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আক্রান্তদের চিত্কারে এলাকার বাসিন্দারা ছুটে এসে কোনোরকমে আক্রমণকারী ওই যুবককে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। তারপর আক্রান্তদের স্থানীয় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে। আর আহত নরেনবাবু এবং বিশ্বনাথবাবু রানাঘাট হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here