নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালীবাগিচা এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কে নাইট ডিউটি সেরে ফেরার পথে উল্টো দিক থেকে ছুটে আসা চারচাকা গাড়ির ধাক্কায় ১ জন তরুণী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মৃতার নাম অর্পিতা দাস। বয়স ২১ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুরের ধামাখালিতে। বেলদার একটি নার্সিংহোমে চাকরী করত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অর্পিতা কাজ শেষ করে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। তখনই খড়গপুর-বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কায় সে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এরপর মাথার উপর দিয়ে গাড়িটি চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেলদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

তারপর বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পুলিশ অর্পিতার পরিবারকেও খবর দেন। আর মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন। আর এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে? স্কুটিতে কোন গাড়ি ধাক্কা মেরেছে? তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here












