নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়া এলাকায় বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে ১ জন কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃতের নাম পূরবী দাস। বয়স ২২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, পূরবী বোনের সঙ্গে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে বাবার দোকান। আচমকা দোকানের সামনে আসতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে জলমগ্ন রাস্তায় ছিটকে পড়ে। তার বাবা বিষয়টি দেখতেই দৌড়ে এসে পূরবীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে এলাকাবাসীদের সহযোগীতায় তাকে ও পূরবীকে গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই পূরবীকে মৃত বলে ঘোষণা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
মালিপাঁচঘড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এরপর সিইএসসিকে খবর দেওয়া হলে তাদের কর্মীরা এসে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, “পূরবীর বাবার দোকানের সামনেই বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলছিল। সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি ঘটেছে। আপাতত এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here