নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি ছোটাতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হলো ১ জন যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। বাড়ি হুগলীর চন্দননগরে। পেশায় একজন নৃত্যশিল্পী। আর গাড়িতে থাকা সহযাত্রীরাও আহত হয়েছেন। গোটা ঘটনায় ফের একবার রাজ্যের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে।
জানা গেছে, গতকাল গভীর রাতেরবেলা সুতন্দ্রা সহ পাঁচ জন ছোটো গাড়িতে করে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় গাড়ি দাঁড় করাতেই কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রাকে উত্যক্ত করতে থাকে। এমনকি সেখান থেকে পানাগড় ওই যুবকরা একটি ছোটো সাদা গাড়িতে করে তাদের ধাওয়া করে। আর কটুক্তি করতে থাকে। এরপর পানাগড়ে আসতেই ওই যুবকদের গাড়িটি সুতন্দ্রাদের গাড়িতে ধাক্কা দেয়। আর পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে, ভয়ে সুতন্দ্রাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে রাইস মিল রোডে ঢুকে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মেরে রাস্তায় পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা লেগে উল্টে যায়। তাতে সুতন্দ্রার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর গাড়িতে থাকা বাকি চার জন সামান্য আহত হয়েছেন। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’টি গাড়িকে আটক করার পাশাপশি মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে যারা কটূক্তি করছিল, পুলিশ তাদেরও সন্ধান চালাচ্ছে। আর আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
গাড়ির চালক রাজদেও শর্মাও জানান, “ওরা খালি ওভারটেক করার চেষ্টা করছিল। বাঁদিকে পুরো চেপে দিয়েছিল। গাড়িটাকে ডিভাইডারে তুলে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। আমি থানার রাস্তা ধরি, তাও ওরা বাঁদিক থেকে এসে ফের ধাক্কা মারলে গাড়িটি উল্টে যাওয়ায় ম্যাডামের ওখানেই মৃত্যু হয়।”
Sponsored Ads
Display Your Ads Here