নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল রাতেরবেলা দিল্লির চাঁদগিরাম আখারা এলাকায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ২২ বছর বয়সী এক তরুণী।
সূত্রের খবর, ওই তরুণী একা গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন দু’টি ট্রাক ওই রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল। এরপরই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন গাড়িটি ট্রাক দু’টির মাঝে আটকে রয়েছে।
আর ওই তরুণীকে গাড়ির চালকের আসন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ যথাযথ তদন্ত শুরু করেছেন।