নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের চকদিগনগর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট এলাকায় এক তরুণী প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেও তাকেই বিয়ে করতে চেয়ে ধর্নায় বসে। পর পর তিন দিন এই ধর্না চলে। তরুণীকে পঞ্চায়েত প্রধান ইন্দ্রজিৎ রায় সহ গ্রামবাসীরা ধর্না তুলে নেওয়ার কথা বললেও লাভ হয়নি।
প্রায় তিন মাস আগে তরুণী বান্ধবীর সাথে মাসির বাড়িতে যাওয়ার সময় কলিরহাটের ওই যুবক তরুণীর পিছুধাওয়া করে বাড়ি পর্যন্ত এসেছিল। এরপর ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর পর থেকে দু’জনের মধ্যে কথাবার্তার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করে।

কিন্তু কিছুদিন পর থেকেই সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর ওই তরুণী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে ধর্না শুরু করে। আর জানায়, ‘‘তাকে বিয়ে করলে এই মামলা তুলে নেওয়া হবে।’’ তবে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘যেহেতু ওই তরুণী ধর্ষণের মামলা রুজু করেছেন, সেহেতু এই বিষয়ে আইনী পথেই পদক্ষেপ নেওয়া হবে।’’
