Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের ভিলাওয়ারার আর কে কলোনো এলাকায় এক কিশোরীকে উত্ত্যক্ত করায় অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে চার জন যুবকের বিরুদ্ধে। যার মধ্যে কিশোরীর দুই জন ভাইও রয়েছে। নিহত যুবক ২৬ বছর বয়সী কানহাইয়ালাল কুমায়াত ওরফে পিন্টু।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, কিশোরীকে উত্ত্যক্ত করার কারণে গত মঙ্গলবার অভিযুক্তরা বাইকে করে এসে কানহাইয়ালালের উপর চড়াও হয়ে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করে। ফলে সে পালানোর চেষ্টা করলেও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। এরপরে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চম্পট দেন।

এদিকে এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে কানহাইয়ালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করে চার জনকে গ্রেফতার করেছেন। এর পাশাপাশি এই ঘটনার কারণে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।