অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা গল্ফগ্রিনের রিজেন্ট কলোনী এলাকায় এক তরুণীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তরুণীর হাতে-গালে আঘাত লেগেছে। ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
পুলিশ সূত্রে খবর, গল্ফগ্রিন থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছেন। ওই যুবক তরুণীর পরিচিত বলে মনে করা হচ্ছে। তবে তরুণীকে আক্রমণের সময় অন্য এক জন যুবক বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু কি কারণে হামলা করা হয়েছে তা এখনো অবধি স্পষ্ট নয়। তবে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
				 
								 
															













