নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বান্দা জেলার খৈরদা গ্রামে বিদ্যালয়ের ছাদে উঠে রিল বানাতে গিয়ে ২১ বছর বয়সী এক জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শিবম। বাবা পেশায় এক জন শ্রমিক।
সূত্রের খবর অনুযায়ী, শিবম মাথা নীচে, পা উপরে রেখে ছাদের সিমেন্টের খুঁটিতে ঝুলে পতাকা তোলার চেষ্টা করছিল। আর তার বন্ধুরা ওই দৃশ্যের রিল ভিডিয়ো বানাচ্ছিল। এমন সময়ে আচমকা শিবমের উপর সিমেন্টের খুঁটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই তাতে চাপা পড়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শিবমের বন্ধুরা জানিয়েছে, “আগেও অনেকবার শিবম এই ধরণের কৌশলী রিল বানিয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে মাথা নীচে, পা উপরে দিয়ে নানা সাহসী কাজ করেছে। আর এই কারণে নেটমাধ্যমে প্রশংসাও কুড়িয়েছে।” কিন্তু শেষ অবধি রিল তৈরীর নেশাই জীবন কেড়ে নিল। তবে এখনো অবধি শিবমের পরিবারের তরফ থেকে কোনোরকম অভিযোগ দায়ের করা হয়নি।