নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ ভোর রাতেরবেলা কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ১ জন যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ১৫ থেকে ২০ জন অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান বাধা দিলে তারা বিএসএফ জওয়ানদের উপর হামলা চালান। তখন ওই পরিস্থিতিতে বিএসএফ জওয়ানরা গুলি চালালে এক জন যুবকের মৃত্যু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
সকালবেলা মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ‘‘এখনো অবধি মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের বাসিন্দা। ইতিমধ্যে এই ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি তারা কি উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তা জানার চেষ্টা চলছে।’’