মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর কমিশনারেটের ইছাপুর প্রান্তিক এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এক তরুণীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মৃন্ময় দাস ওরফে পাপাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃন্ময় তরুণীর পরিচিত ছিল। বেশ কিছু দিন ধরেই সে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তরুণী তাতে রাজি ছিল না। এরপর রবিবার রাতেরবেলা তরুণী যখন নাচের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল তখন মৃন্ময় ওই তার পিছু নেয়। প্রথমে ওই তরুণী বিষয়টি বুঝতে পারেনি। তারপর মৃন্ময়ের সাথে কথা বলার চেষ্টা করতেই সে পকেট থেকে ছুরি বার করে ওই তরুণীর গলায় আঘাত করে। এরপরই তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে মৃন্ময়কে ধরে ফেলেন।
তারপর নোয়াপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃন্ময়কে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত অবশ্য জানায় যে, ‘‘আমাদের মধ্যে সম্পর্ক ছিল। এখন তা অস্বীকার করায় খুব রাগ হয়ে গিয়েছিল। স্বীকার করছি, ভুল করে ফেলেছি।’’ আপাতত ওই তরুণীর অবস্থা স্থিতিশীল।