ব্যুরো নিউজঃ ইরানঃ ইরানের বহু মানুষ দেশের সরকারের বিরোধীতা করে আমেরিকার বিরুদ্ধে ইরানের হার উদযাপন করেছেন। আর সেই আনন্দ-উল্লাস করতে গিয়ে পূর্ব ইরানে আনজালি নামের এক শহরে ইরানের পুলিশের গুলিতে নিহত হয় ২৭ বছর বয়সী মেহরান সামাক নামের এক যুবক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মেহরান সামাক ইরানের হারের পরে রাস্তায় নেমে উল্লাস করছিলেন। এরপর নিজের গাড়িতে করে বাড়ির পথে ফেরার সময় পুলিশ তার গাড়ি আটকায়। সেই সময় গাড়িতে মেহরানের সাথে তার বাগদত্তা ছিল। পুলিশ তার সামনেই মেহরানের মাথা লক্ষ্য করে গুলি করলে দ্রুত মেহরানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ইরানের হারের জেরে উল্লাস করার প্রধান কারণ হলো, দেশের সরকারের প্রতি ক্ষোভ। অনেক দিন থেকে দেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। দেশের আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি। তাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দেশের হার উদযাপন করছে।
Sponsored Ads
Display Your Ads Here