নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে ১৫ বছর বয়সী এক জন স্কুল ছাত্র তলিয়ে গেল। ওই ছাত্রের নাম শুভজিৎ দে। বাড়ি মধ্যমগ্রামে। নিখোঁজ ছাত্রের নাম শুভজিৎ দে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, শুভজিৎ ও তার ভাই বিশ্বজিৎ মায়ের সাথে দিঘা বেড়াতে যান। এদিন ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে নামে। এদিন সকাল থেকেই সমুদ্র উত্তাল ছিল। সকাল ১০ টা নাগাদ শুভজিৎ, বিশ্বজিৎ এবং তাদের মাকে জগন্নাথ ঘাটে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পর শুভজিৎ আর উত্তাল ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে টাল সামলাতে পারেনি। ফলে শুভজিৎকে তলিয়ে যেতে দেখে ভাই বিশ্বজিৎ উদ্ধার করতে এগিয়ে যায়।
ঠিক সেই সময় নুলিয়ারা ঘটনাটি দেখতে পায়। তারপর পুলিশকেও খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নুলিয়ারা ঝাঁপিয়ে পড়ে বিশ্বজিৎকে উদ্ধার করে। তবে ততক্ষণে শুভজিৎ সমুদ্রের মাঝে চলে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও দিঘা থানার তৎপরতায় স্পিড বোর্ড নামিয়ে সন্ধান চালানো হচ্ছে। কিন্তু তাতেও দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি চালানো হলেও শুভজিৎয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।