বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার আড়ষা থানার কাঁটাডিতে বিদ্যুৎ মেরামতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জন যুবকের মৃত্যু হলো। আহত হন অপর ১ জন যুবক।
https://www.youtube.com/watch?v=NX5eRH4QbTc
Sponsored Ads
Display Your Ads Hereআজ দুপুর নাগাদ কয়েকজন ঠিকা শ্রমিক পুরুলিয়ার টাটা ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর কাঁটাডি এলাকায় ৩৩ হাজার বিদ্যুৎ পোস্টে কাজ করার সময় নীচের ১১ হাজার বিদ্যুৎ সাপ্লাইয়ের সাথে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ সংযোগ হয়। ঘটনার সময় একজন শ্রমিক নীচে পড়ে গেলেও অন্যজন শ্রমিক পোষ্টারের উপর ঝুলে থাকে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।
https://www.youtube.com/watch?v=YfjsTaLQlWI
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মিঠুন রাজোয়াড়। তার পুরুলিয়া ২ নম্বর ব্লকের মালথোড় গ্রামে বাড়ি। সে ঠিকা শ্রমিক হিসেবে বিদ্যুৎ দপ্তরে কাজ করতো।