অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেহালার সেনহাটি কলোনীতে তেতলা বাড়ির ছাদ থেকে পড়ে ২৮ বছর বয়সী কুশল চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রাতর্ভ্রমণের সময়ে এলাকার এক বাসিন্দা দেবাঞ্জন সেন ওরফে বিতানের বাড়ির ছাদে দুই যুবককে মারপিট করতে দেখেন। প্রাতর্ভ্রমণ সেরে ফেরার সময় দেখেন, দেবাঞ্জনের বাড়ির নীচে রক্তাক্ত অবস্থায় কুশল পড়ে আছে।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের অভিযোগ, ‘‘রবিবার রাতেরবেলা ১২ টা নাগাদ দেবাঞ্জন কুশলকে মদ খাওয়ার জন্য বাড়িতে ডাকে। সারা রাত সেখানেই কুশল ছিল। সোমবার ভোরে সে ভাই কুণালকে ফোন করে জানায়, একা ফিরতে পারবে না। কুণাল এসে যেন নিয়ে যায়।’’ কুণাল দেবাঞ্জনের বাড়িতে ঢুকতেই রাস্তায় কুশলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর কুশলকে প্রথমে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ও পরে সেখান থেকে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতেরবেলা মারা যায়। আর মৃত্যুর আগে কুশল হাসপাতালে কুণালকে জানিয়েছিল, ‘‘তাকে দেবাঞ্জন ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দিয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে স্থানীয়েরা পুলিশকে জানান, ‘‘রবিবার রাতেরবেলা কুশল ছাড়া দেবাঞ্জন আরেক বন্ধুকে ডেকেছিল।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে গোটা ঘটনাটি ভালোভাবে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।