আংটি চুরির দায়ে আটক ১ যুবক-যুবতী
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ কথায় আছে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’। কিন্তু আজকের ঘটনায় এই প্রবাদ মিলল না। ফলে মহাবিপদের মধ্যে পড়তে হলো এই কর্মকাণ্ডে জড়িত অভিযুক্তদের।
ক্রেতা সেজে সোনার অলঙ্কার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ও যুবতী। জানা যায়, শনিবার দুপুরে শিলিগুড়ির বিধান মার্কেটে ওই যুবক-যুবতী একটি সোনার দোকানে অলঙ্কার ক্রয় করতে যায়। দোকানের মালিক তাদের বেশ কয়েকটি আংটি দেখায়। তবে তারা অন্য অলঙ্কার দেখাতে বলে দোকানের মালিকের দৃষ্টি অন্য দিকে সরানোর চেষ্টা করে। আর তৎক্ষণাৎ ওই যুবক-যুবতী দু’টি আংটি তাদের সঙ্গে থাকা ব্যাগে চালান করে। এর কিছুক্ষণ পর তারা অলঙ্কার পছন্দ না হওয়ায় দোকান থেকে বেরিয়ে যায়।
কিন্তু দোকানের মালিক আংটি সাজাতে গিয়ে দেখেন দু’টি আংটি নেই। তখন তিনি সাথে সাথে দোকান থেকে বেরিয়ে ওই দু’জন যুবক-যুবতীকে ধরে ফেলে এবং তাদের হেফাজত থেকে ওই হারিয়ে যাওয়া দু’টি আংটি উদ্ধার করে। তারপর ব্যবসায়ী সমিতির সহযোগীতায় ধৃত যুবক-যুবতী দুজন’কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।