নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা হাওড়ার ডোমজুড়ে ছ’নম্বর জাতীয় সড়কের উপর সশস্ত্র দুষ্কৃতীরা একটি নামী পানশালা সংলগ্ন মদের দোকানে হামলা চালিয়ে মদ সহ নগদ টাকা লুঠপাটের চেষ্টা করে। আর লুঠপাটে বাধা দিতে গেলে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই দোকানের একজন কর্মী।
গুলির আওয়াজে পাশের পানশালার কর্মীরা ছুটে আসেন। এরপর অভিজিৎ নামে ওই কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর ডোমজুড় থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকায় সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালায়। এরপরই তদন্তকারীরা তদন্তে নেমে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছে।