নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নবদ্বীপ শ্মশানঘাটের কাছে ১৮ নম্বর ওয়ার্ডে পাইপ বসানোর জন্য সুড়ঙ্গ তৈরীর কাজ চলাকালীন মাটি খোঁড়ার সময় মাটি চাপা পড়ে আটকে পড়েন এক জন শ্রমিক। তাই মাটি কাটার যন্ত্র দিয়ে উদ্ধারের চেষ্টার সময় মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃত শ্রমিকের নাম গৌতম বিশ্বাস। বাড়ি নবদ্বীপ থানা এলাকার চড় ফাঁসিতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছের ভেড়ির জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পাইপ লাইনের কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে ধস নামায় গৌতম মাটি চাপা পড়লে তাকে তড়িঘড়ি উদ্ধারের চেষ্টা শুরু করা হয়। কিন্তু কোনো ভাবেই সুড়ঙ্গ থেকে বের করা যাচ্ছিল না। শেষমেশ মাটি কাটার যন্ত্র এনে বের করতে গিয়ে ওই শ্রমিকের মাথায় আঘাত লাগে।
এরপর গৌতমকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়া গৌতমের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। এদিকে মৃত শ্রমিকের এক জন সহকর্মী জানান, “সুড়ঙ্গের মধ্যে ধস নেমে গৌতম মাটি চাপা পড়ে যায়। এই কারণে অক্সিজেনের অভাবেও মৃত্যু হয়ে থাকতে পারে।’’