নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল রাতেরবেলা বংশীহারি থানার দৌলতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং করতে এসে গ্যাস লিক করে সিলিন্ডার ফেটে মৃত্যু হলো ৫৫ বছর বয়সী শ্যামল দে নামে এক জন কর্মীর। বাড়ি বর্ধমান জেলার রথতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকট আওয়াজ শুনে আশেপাশের সকলে ছুটে এসে শ্যামলবাবুর ঝলসানো দেহ দেখতে পান। এরপর বংশীহারি থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশবাহিনী সহ অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। আর ওই সংস্থাটিকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ওই সংস্থা অগ্নিনির্বাপণ যন্ত্র কী ধরণের পাঠায় তার নথিপত্র চাওয়া হয়েছে। পেট্রোল পাম্পের কর্মীরা জানান, “পাম্পে যে গ্যাসের ট্যাঙ্কগুলি রাখা থাকে, সেগুলি কোম্পানী থেকে দেখতে আসে।”
Sponsored Ads
Display Your Ads Here