নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় দেওয়াল চাপা পড়ে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম শান্তি গরাই। বয়স ৩৫ বছর। বাড়ি বাঁকুড়া শহরের শ্যামদাসপুর এলাকায়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সুকুমার বন্দ্যোপাধ্যায় নামে এক জনের বাড়ি সংস্কারের কাজ চলছিল। এদিন বাড়ি যাওয়ার রাস্তায় একটি গলিতে সংস্কারের কাজ শুরু হলে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তখনই হঠাৎ করে শান্তির উপর কংক্রিটের বড়ো দেওয়াল ধসে পড়ে। তৎক্ষণাৎ তার চিৎকার শুনতে পেতেই আশপাশের মানুষ ছুটে আসেন। আর দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে শান্তিকে উদ্ধার করে।