নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ শুক্রবার রাতেরবেলা মুম্বইয়ের কান্দিভালিতে শুটিং থেকে ফেরার পথে পয়জার মেট্রো স্টেশনের কাছে এক অভিনেত্রীর গাড়ির ধাক্কায় ১ জন শ্রমিকের মৃত্যু হয়। আর ১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। অভিনেত্রীর নাম ঊর্মিলা কোঠারি।
জানা যায়, রাস্তার পাশে মেট্রো প্রকল্পের কাজ চলছিল। সেখানে কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই ঊর্মিলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কর্মরত শ্রমিকদের চাপা দিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মেরে থেমে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আর সময়মতো গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় অভিনেত্রীও রক্ষা পেলেন। তবে সামান্য আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি দ্রুত গতিতে আসায় ওই মেট্রো স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ধাক্কা দেয়। এরপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই দুর্ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো ও গাফিলতির কারণে মৃত্যু সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।