Indian Prime Time
True News only ....

কাজে দেরী করে আসার প্রতিবাদের জেরে আক্রান্ত ১ কর্মী

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক ময়লাডিপো ওয়ার্কশপে দেরী করে কাজে আসার প্রতিবাদ করার কারণে একজন পুরকর্মী তার সহকর্মীর হাতে আক্রান্ত হলেন। আক্রান্ত ওয়ার্কশপের কর্মী গোপাল চক্রবর্তীর বাড়ি ওই ওয়ার্ডের পূর্বাশা পাড়ায়।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, গোপাল বাবুর দাবী করেন, “গত ১১ বছর ধরে তিনি ওয়ার্কশপে গাড়ি মেরামতির হেল্পারির কাজ করছেন। সম্প্রতি ওয়ার্কশপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, সকাল ৭ টার পর কাজে এলে হাজিরা খাতায় আর সই করতে দেওয়া হবে না। কিন্তু এদিন সকাল ৭ টার পর দীপক সিং নামে এক কর্মী কাজে যোগ দেন। তখন গোপাল সহ অনেকেই এর প্রতিবাদ জানান”।

- Sponsored -

- Sponsored -

গোপাল বাবুর অভিযোগ যে, “এরপরেই আচমকা দীপক সিং তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করলে গুরুতর আহত হন। তারপর তাকে চিকিত্‍সকরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়”।

জগদ্দল থানার পুলিশ উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ডিউটিরত অবস্থায় গোপালের ওপর হামলার ঘটনায় ওয়ার্কশপের অন্যান্য কর্মচারীরাও যথেষ্ট ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের শাস্তির দাবীতে একজোট হয়ে সরব হয়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored