ভিন রাজ্যে গিয়ে দুঃসাহসিক চুরির অভিযোগে এ রাজ্য থেকে গ্রেফতার ১ শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ তেলঙ্গানায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে সোনার দোকান লুঠ করার অভিযোগ। সেই ঘটনায় গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভাইওর স্কুল পাড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে তেলঙ্গানা পুলিশ। শুধু গ্রেফতার নয় ধৃতের কাছ থেকে ৮৭ হাজার ৫০০ টাকা ও প্রায় ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তুললে সাত দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ বিচারক। ধৃতের নাম মালেক মোল্লা (২৭)। পুরো ঘটনা খতিয়ে দেখছে তেলঙ্গানা থানার পুলিশ।

জানা গিয়েছে, গত মাসের ২০ তারিখে তেলঙ্গানার সুরিয়াপেট এলাকায় একটি সোনার দোকান লুঠের ঘটনা ঘটে। পরদিন স্থানীয় থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই সোনার দোকানে চুরির ঘটনায় জড়িত সাতজনকে চিহ্নিত করে তেলঙ্গানা পুলিশ। যার মধ্যে আগেই একজনকে ধরেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই গতকাল তপনে এসে পৌঁছয় তেলঙ্গানা পুলিশের ছয়জনের বিশেষ টিম।

তপন থানার পুলিশের সহায়তায় গতকালই ভাইওর স্কুলপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে সোনার দোকানে লুঠের ঘটনায় মালেক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সোনার দোকানে লুঠের ঘটনায় পশ্চিমবঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কোন কিছু বলতে চাননি তেলঙ্গানা পুলিশ। আজ সন্ধ্যায় সুরিয়াপেটের উদ্দেশ্যে তেলঙ্গানা পুলিশ রওনা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031