পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী থানার উত্তর মোকামবেড়িয়া অঞ্চলের হাড়ভাঙি এলাকায় মাঠ থেকে উদ্ধার হয়েছে ১ মহিলার মুণ্ডহীন দেহ। সেখান থেকে কিছুটা দূরে একটি জলাশয়ে ওই মহিলার মাথাও পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তমিনা সরদার মোল্লা। বয়স ২৫ বছর। বেশ কয়েক বছর আগে হাড়ভাঙি এলাকার বাসিন্দা তমিনার বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে মনমালিন্য থাকায় বিবাহবিচ্ছেদ হয়ে গেলে বাপের বাড়িতে চলে আসে।
এরপর কয়েক বছর আগে তনিমা ফের আরেকটি বিয়ে করে। কিন্তু দ্বিতীয় স্বামীরও আরেকটি বিয়ে থাকায় প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে দিল্লি চলে গিয়েছিলেন। তমিনা এই খবর জানতে পেরে বার বার দ্বিতীয় স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সে সম্পর্কে ফিরতে চাইছিল না। বরং বিবাহবিচ্ছেদের কথা বলে।
আর এদিন সকালবেলা এলাকাবাসীরা তমিনার মাথা পুকুরের জলে ভাসছে দেখতে পান। আর দেহ ধানের জমিতে পড়ে আছে। দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান যে, দ্বিতীয় স্বামীর সাথে অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। এছাড়া এক মহিলার এ হেন ভয়াবহ পরিণতি দেখে এলাকায় শোরগোল শুরু হয়ে গিয়েছে।
মাঠ