রায়া দাসঃ কলকাতাঃ গতকাল নিউ টাউনের মহিষবাথান এলাকার লোহাপুলের কাছে উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার যন্ত্রের নীচে চাপা পড়েছেন প্রায় ৪০ বছর বয়সী ১ জন ভবঘুরে মহিলা। প্রাথমিক ভাবে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হয়। এই ঘটনায় এলাকায় শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস ধরে ওই মহিলা ফুটপাতে থাকছিলেন। দিনভর এ দিক-সে দিক দেখা যেত। মাঝেমধ্যে উড়ালপুলের নীচে শুয়ে থাকতেন। এদিনও ওই মহিলা উড়ালপুলের নীচে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন। ওই সময় বুম লিফ্টারের চালক উড়ালপুলের কাজের জন্য বুম লিফ্টারটি চালু করেন। কিন্তু তাকে খেয়াল করেননি।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে এগিয়ে-পিছিয়ে কাজ করার সময় ওই মহিলার গায়ের উপরে উঠে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর ওই মহিলাকে বুম লিফ্টারের চাকার নীচ থেকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরই বুম লিফ্টারের চালক পালক গিয়েছেন। তবে বুম লিফ্টারটি আটক করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, হিডকো নিউটাউনের মহিষবাথান থেকে পোলেনাইট এলাকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই উড়ালপুলটি তৈরী করছে। একটি ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে। হিডকোর এক শীর্ষ কর্তা জানান, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চালক খেয়াল করেননি যে, ওই মহিলা ওই যন্ত্রের পিছনেই ঘুমিয়ে রয়েছেন। যদিও পুলিশ তদন্ত শুরু করছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here