নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ থানার কাটিগঙ্গা রেল ব্রিজের পাশে সন্ন্যাসীডাঙা এলাকায় অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় চাঁদা নিয়ে ঝামেলার জেরে মৃত্যু হয় এক জন গৃহবধূর। মৃতার নাম সুচিত্রা মণ্ডল। বয়স ৪৬ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সুচিত্রা দেবী পাড়ার বারোয়ারী পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি করছিলেন। এমন সময় অন্য পাড়া থেকে প্রায় দশ জন লোক জোর করে মণ্ডপে ঢুকতে চান। কিন্তু ওরা কেউ মন্দির তৈরীর সময় চাঁদা না দেওয়ায় তিনি মণ্ডপে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তাই তারা রেগে গিয়ে সুচিত্রা দেবীর উপর এসে চড়াও হন। এরপর বচসা হাতাহাতির পর্যায়ে গড়ালে আচমকা সুচিত্রা দেবীকে ধাক্কা দিলে তিনি অচেতন অবস্থায় মাটিতে পড়ে গেলে দ্রুত এলাকাবাসীরা উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।