নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। মৃতার নাম রিয়া কুমারী।
জানা গেছে, ওই রিয়া দেবী স্বামী প্রকাশ কুমার ও আড়াই বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে ঝাড়খণ্ডের রাঁচি থেকে কলকাতার উদ্দেশ্যে গাড়ি করে আসছিলেন। কিন্তু আচমকা প্রকাশবাবু মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করাতেই তিন জন দুষ্কৃতী সশস্ত্র হাতে তাদের ঘিরে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রকাশবাবু ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় রিয়া দেবী গাড়ি থেকে নেমে আসতেই দুষ্কৃতীরা রিয়াকে লক্ষ্য করে গুলি চালালে কানের তলায় গুলি লাগতেই সে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এদিকে দুষ্কৃতীরা গুলি চালিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। এরপর দ্রুত প্রকাশবাবু রিয়া দেবীকে নিয়ে কিছু দূর গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে এলাকাবাসীদের কাছে গোটা বিষয়টি বলতে এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে রিয়া দেবীকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি মৃতার স্বামী প্রকাশবাবুকেও জিজ্ঞাসাবাদ করছেন।
Sponsored Ads
Display Your Ads Here