নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের বালিভাসা বিটের গোলবান্দি গ্রামে এক জন মহিলা জঙ্গলের ভিতরের রাস্তা ধরে আসছিলেন। কিন্তু আচমকা একটি হাতির মুখে পড়ে ভয় পেয়ে দৌড় শুরু করেন। আর জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে দৌড়াতে গিয়ে মৃত্যু হলো। মৃতার নাম প্রণতি মাহাতো। বয়স ৫৪ বছর।
জানা গিয়েছে, প্রণতি দেবী হেঁটে আসার সময় দেখতে পান, একটি হাতি এক জন বাইক আরোহীকে তাড়া করছে। এরপর তিনি ভয়ে পেয়ে গিয়ে দৌড়াতে শুরু করেন। তবে কিছুটা দৌড়ানোর পর রাস্তায় মুখ থুবড়ে পড়ে যান। বিষয়টি এলাকাবাসীরা দেখতে পান। তারপর হাতটি জঙ্গলে চলে যাওয়ার পর প্রণতি দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।