নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ কৌতুকের ঘটনা বদলে গেলো বিষাদের ছায়ায়। জানা গিয়েছে, মুম্বইয়ের থেকে ত্রিশ কিলোমিটার দূরে দোমিভ্যালি অঞ্চলে একটি বিল্ডিংয়ের তিন তলার ছাদ থেকে পড়ে ১ জন মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম নাগিনা দেবী মঞ্জিরাম। ওরফে গুড়িয়া। বিল্ডিয়ের দারোয়ান ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে তামাশা চলাকালীন নাগিনা দেবী মঞ্জিরাম ছাদ থেকে পড়ে যান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। আর এই পুরো ঘটনাটি জানতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর জানিয়েছে যে, “সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার এক বন্ধুর সাথেও একই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। কিন্তু বিল্ডিংয়ের নীচে চলা পথচারীরা কোনোভাবে বাঁচিয়ে ফেলে।” আপাতত পুলিশ তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে। এর পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো তা জানতে ভালোভাবে তদন্ত শুরু করেছে।