নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল পাঞ্জাবের পটিয়ালায়৷ দুখনিওয়ার্ন সাহিব গুরুদ্বার চত্বরে বসে মদ্যপান করার জেরে এক ভক্তের হাতে মৃত্যু হলো ১ জন মহিলার। মৃতের নাম মহিলার নাম পরমিন্দর কউর। বয়স ৩২ বছর।
সূত্রের খবর, পরমিন্দর পবিত্র সরোবরের পাশে বসে মদ্যপান করছিলেন। ওই সময় তাকে গুরুদ্বারের নিয়মিত দর্শনার্থী নির্মলজিৎ সিংহ সাইনি দেখতে পেয়ে রাগের বশে গুলি চালান। গুরুদ্বার কর্তৃপক্ষ জানান, “পরমিন্দরকে গুরুদ্বারের কর্মরত এক সঙ্গতও মদ্যপান করতে দেখতে পেয়ে ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছিলেন।
সেই সময় নির্মলজিৎ পরমিন্দরের দিকে চিৎকার করতে করতে এগিয়ে এসে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার বার করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালাতে শুরু করেন।” পরে পরমিন্দরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুদ্বারের এক জন কর্মীও আহত হওয়ায় তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন।