নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত আট বছরে ১৪ বার গর্ভপাত করাতে বাধ্য করেছেন প্রেমিক। সুইসাইড নোটে সেই কথা জানিয়ে আত্মহত্যা করেছেন দক্ষিণপূর্ব দিল্লির জৈতপুরে ৩৩ বছর বয়সী এক জন মহিলা। গত ৫ জুলাই এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। আর হিন্দি হরফে লেখা সুইসাইড নোটটিও ঘর থেকে পাওয়া গিয়েছে। যেখানে লেখা ছিল, ‘তিনি এক জন ব্যক্তির সাথে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে তুললেও শেষ অবধি প্রতিশ্রুতি পালন করেননি।
Sponsored Ads
Display Your Ads Here
আট বছরের সম্পর্কে বার বার গর্ভপাত করাতেও বাধ্য করেছেন। ফলে আত্মহত্যা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।’ ওই সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ নয়ডার একটি সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থায় কর্মরত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ ধর্ষণ ও ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানোর মামলা দায়ের করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এখনো অবধি অভিযুক্ত ব্যক্তি অধরা। তবে ওই মহিলা বিবাহিতা হওয়ায় স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে তার স্বামী জানান, “আট বছর আগেই তারা আলাদা হয়ে গিয়েছেন।” এরপর পুলিশ ওই মহিলার মৃতদেহ বিহারের মুজাফ্ফরাবাদে মা-বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here